WBCHSE Class 11 Bengali: একাদশ শ্রেণি - পুঁইমাচা- নমুনা প্রশ্নোত্তর

WBCHSE Class 11 Bengali: একাদশ শ্রেণি - পুঁইমাচা- নমুনা প্রশ্নোত্তর

WBCHSE Class 11 Bengali



সঠিক উত্তরটি নির্বাচন করো 

১. অন্নপূর্ণা চালের গুঁড়োর গোলা তৈরি করছিল—
(
ক) পাটিসাপটার জন্য 
(
খ) সরুচাকলি পিঠের জন্য
(
গ) রসবড়ার জন্য
(
ঘ) গোকুল পিঠের জন্য
উত্তর: (খ) সরুচাকলি পিঠের জন্য

২. উনুনের পাশে বসে আগুন পোহাচ্ছিল-
(
ক) সহায়হরি
(
খ) সহায়হরি ও ক্ষেন্তি
(
গ) ক্ষেন্তি ও পুঁটি
(
ঘ) পুঁটি ও রাধী
উত্তর: (ঘ) পুঁটি ও রাধী

শূন্যস্থান পূরণ করো 

৩. “অন্নপূর্ণা গোলা ঢালিয়া___________দিয়া চাপিয়া ধরিলেন”
(ক) হাতা
(
খ) চামচ
(
গ) মুচি
(
ঘ) নারকেলের মালা
উত্তর: (গ) মুচি

৪. “একটা____________শুকনো পাতায় খসখস করিতে করিতে ঘন ঝোপের মধ্যে ছুটিয়া পলাইল।”
(ক) কুকুর
(
খ) বিড়াল
(
গ) সজারু
(
ঘ) শিয়াল
উত্তর: (ঘ) শিয়াল

বামস্তম্ভ ও ডানস্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন কর

 

৫।

বামস্তম্ভ

ডানস্তম্ভ

I)              অন্নপূর্ণার

A.ফাল্গুন-চৈত্র মাস

II)            অন্নপূর্ণার আমসত্ত্ব তোলা

B. বৈশাখ মাস

III)           ক্ষেন্তির বিয়ে

C.পৌষ মাস

IV)           ক্ষেন্তির মৃত্যু

D.ফাল্গুন মাস

 

সঠিক মিলটি হল-

ক) I-B, II-C, III-D, IV-A   খ) I-C , II-D, III-A, IV-B    গ) I-D, II-A, III-B, IV-C    ঘ) I-C, II-A, III-B, IV-D

উত্তরঃ ঘ

৬।

বামস্তম্ভ

ডানস্তম্ভ

I)              সহায়হরি

A.    ভোজনপ্রিয়তা

II)            কালীময়

B.    উদাসীনতা

III)           অন্নপূর্ণা

C.    চতুরতা

IV)           ক্ষেন্তি

D.    আত্মমর্যাদা

 

সঠিক মিলটি হল-

ক) I-B, II-C, III-D, IV-A   খ) I-C , II-D, III-A, IV-B    গ) I-D, II-A, III-B, IV-C    ঘ) I-A, II-B, III-C, IV-D

উত্তরঃ ক

ক্রম অনুসারে সাজাও

৭।

i)              সহায়হরি বাঁধা দিয়া বলিতে  গেলেন- এই শ্রাবণে তেরোয়…

ii)             কালীময় উত্তেজিত সুরে বলিলেন-সে সব দিন আর আছে ভায়া?

iii)           এই যে তোমার মেয়েটি তেরো বছরের…

iv)           স্বভাব নইলে পাত্র দেব না,

ক) iv, iii, i, ii     খ) iii, iv, i, ii     গ) i, iv, iii, ii     ঘ) ii, iv, iii, i

উত্তর: ঘ

৮।

i)              ঘন বনটার মধ্যে কোথায় এতক্ষণ খুপ্‌ খুপ্‌ করিয়া আওয়াজ হইতেছিল ।

ii)             একটা লেজঝোলা হলদে পাখি আমড়া গাছের এ-ডাল হইতে ও ডালে যাইতেছে।

iii)           দূর্গা আঙুল দিয়া দেখাইয়া বলিল, খুড়ীমা খুড়ীমা, ঐ যে কেমন পাখিটা !

iv)           শীতের সকাল এক প্রকার লতাপাতার ঘন গন্ধ বন হইতে বাহির হইতেছিল ।

 

 ক) i, iv, ii. iii     খ) iv, ii, iii, i     গ) ii, iii, I, iv     ঘ) iv, iii, i, ii

উত্তর: খ


সত্য-মিথ্যা নির্বাচন করো

৯।

A.    মণিগাঁয়ের শ্রীমন্ত মজুমদার মহাশয়ের পুত্রটি কালীময়ই ঠিক করে দেন।

B.    কালীময় নাকি মজুমদার মহাশয়ের কাছে অনেক টাকা ধারেন, অনেক দিনের সুদ পর্যন্ত বাকি

ক) A সত্য B মিথ্যা খ) A মিথ্যা B সত্য  গ) A ও B উভয়ই সত্য  ঘ) A ও B  উভয়ই মিথ্যা

উত্তর: গ

 

১০।

A.    কাজ করিয়া ফিরিতে অন্নপূর্ণার বেশি বিলম্ব হইল না

B.    অন্নপূর্ণা বাড়ি ফিরিয়া দেখিলেন, ক্ষেন্তি উঠানের রৌদ্রে বসিয়া তেলের বাটি সম্মুখে লইয়া খোঁপা খুলিতেছে

 

ক) A সত্য B মিথ্যা খ) A মিথ্যা B সত্য  গ) A ও B উভয়ই সত্য  ঘ) A ও B  উভয়ই মিথ্যা

উত্তর: খ  


0/Post a Comment/Comments