tet bengali practice set প্রাইমারি টেট বাংলা প্র্যাক্টিস সেট উত্তর সহ, প্রাইমারি টেট প্র্যাকটিস সেট PDF
নীচের গদ্যাংশটি পড়ে ১-৮ সংখ্যক প্রশ্নের উত্তর দিন
স্কুলে কী বিভীষিকাই যে ছিলেন ভদ্রলোক!
আমাদের অঙ্ক কষাতেন । আশ্চর্য পরিষ্কার ছিল মাথা। যেসব জটিল অঙ্ক নিয়ে আমরা ঘন্টার পর ঘন্টা পন্ডশ্রম করেছি, একবার মাত্র তাকিয়ে দেখতেন তার দিকে, তারপরেই এগিয়ে যেতেন ব্ল্যাক বোর্ডে, খস্খস্ করে ঝড়ের গতিতে এগিয়ে চলতো খড়ি। হঠাৎ খড়ি ভেঙে গেলে বিরক্ত হয়ে টুকরো দুটো আমাদের দিকে ছুঁড়ে দিয়ে তৎক্ষণাৎ আর একটা তুলে নিতেন, একটু পরেই আমরা রোমাঞ্চিত হয়ে দেখতুম- ছবির মতো অঙ্কটা সাজিয়ে দিয়েছেন।
পৃথিবীতে যত অঙ্ক ছিল, সব যেন ওঁর মুখস্থ । কিংবা মুখস্থ বললেও ঠিক হয় না, মনে হতো, আমাদের অদৃশ্য অক্ষরে বোর্ডে আগে থেকেই কষা রয়েছে, অথচ উনি দেখতে পাচ্ছেন ঠিক, আর সঙ্গে সঙ্গে তার উপরে খড়ি বুলিয়ে চলেছেন।
১। ‘স্কুলে কী বিভীষিকাই যে ছিলেন ভদ্রলোক’ – ‘বিভীষিকা’ শব্দটির অর্থ নীচের কোনটি নয়–
ক) ভয়জনক দৃশ্য,
খ) ভয়প্রদর্শন,
গ) ভীষণ ভয়,
ঘ) বিভীষণের মতোন
উত্তর- ঘ) বিভীষণের মতোন
২। ‘আমাদের অঙ্ক কষাতেন’- নিম্নরেখাঙ্কিত পদটি –
ক) কর্ম কারক
খ) করণ কারক
গ) ক্রিয়াপদ
ঘ) সম্বন্ধ পদ
উত্তর- গ) ক্রিয়াপদ
৩। ‘আশ্চর্য পরিষ্কার ছিল মাথা।’- এখানে সন্ধিবদ্ধ পদ কয়টি ?
ক) ১ টি
খ) ২ টি
গ) ৩ টি
ঘ) একটিও নয়
উত্তর - খ) ২ টি
৪। ‘আশ্চর্য পরিষ্কার ছিল মাথা।’- নিম্নরেখাঙ্কিত পদ কি ধরণের বিশেষণ ?
ক) বহুপদী বিশেষণ
খ) ধন্যাত্মক বিশেষণ
গ) ক্রিয়া বিশেষণ
ঘ) বিশেষ্যের বিশেষণ
উত্তর- ক) বহুপদী বিশেষণ
৫। ‘খস্খস্ করে ঝড়ের গতিতে এগিয়ে চলতো খড়ি।’- ‘খস্খস্’ কি ধরণের শব্দ ?
ক) জোরকলম শব্দ
খ) দ্বিরুক্ত শব্দ
গ) ধন্যাত্মক শব্দ
ঘ) উপরের কোনটিই নয়
উত্তর- গ) ধন্যাত্মক শব্দ
৬। ‘আমরা রোমাঞ্চিত হয়ে দেখতুম’- ‘রোমাঞ্চিত’ শব্দের অর্থ-
ক) ভয়
খ) আনন্দিত
গ) পুলকিত
ঘ) দুঃখিত
উত্তর- গ) পুলকিত
৭। ‘বিরক্ত হয়ে টুকরো দুটো আমাদের দিকে ছুঁড়ে দিয়ে…’ ‘বিরক্ত’ শব্দের অর্থ-
ক) অসন্তুষ্ট
খ) জ্বালাতন
গ) অপ্রসন্ন
ঘ) উপরের সবকয়টি
উত্তর - ঘ) উপরের সবকয়টি
৮। ‘অথচ উনি দেখতে পাচ্ছেন ঠিক’- কী দেখতে পাচ্ছেন ?
ক) ব্ল্যাকবোর্ড
খ) ব্ল্যাক বোর্ডের অঙ্ক
গ) অদৃশ্য লেখা
ঘ) ছাত্রদের মুখ
উত্তর - গ) অদৃশ্য লেখা
নীচের পদ্যাংশটি পড়ে ৯-১৫ সংখ্যক প্রশ্নের উত্তর দিন ।
আকাশে সাতটি তারা যখন উঠেছে ফুটে আমি এই ঘাসে।
বসে থাকি; কামরাঙা-লাল মেঘ যেন মৃত মনিয়ার মতাে
গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে—আসিয়াছে শান্ত অনুগত
বাংলার নীল সন্ধ্যা—কেশবতী কন্যা যেন এসেছে আকাশে;
আমার চোখের পরে আমার মুখের 'পরে চুল তার ভাসে;
পৃথিবীর কোনাে পথ এ কন্যারে দেখে নি কো—দেখি নাই অত
অজস্র চুলের চুমা হিজলে কাঁঠালে জামে ঝরে অবিরত,
জানি নাই এত স্নিগ্ধ গন্ধ ঝরে রূপসীর চুলের বিন্যাসে
৯। ‘গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে’- কে ডুবে গেছে ?
ক) কামরাঙা লাল মেঘ
খ) মৃত মনিয়া
গ) সাতটি তারা
ঘ) কেশবতী কন্যা
উত্তর - ক) কামরাঙা লাল মেঘ
১০। ‘আসিয়াছে শান্ত অনুগত’-‘অনুগত’ শব্দের অর্থ
ক) আশ্রিত
খ) বর্শবর্তী
গ) বাধ্য
ঘ) উপরের সবকটি
উত্তর - ঘ) উপরের সবকটি
১১। এখানে মোট কয়টি গাছে নাম রয়েছে ?
ক) ৩ টি
খ) ২ টি
গ) ৪ টি
ঘ) ৫ টি
উত্তর - গ) ৪ টি
১২। ‘সাতটি তারা’ -এখানে সাতটি তারা বলতে যাদের বলা হয়ে থাকে-
ক) বশিষ্ঠ, মরীচি, পুলস্ত্য, পুলহ, অত্রি, অঙ্গিরা ও ক্রতু
খ) বশিষ্ঠ, মরীচি, পুলস্ত্য, দধিচি, অত্রি, অঙ্গিরা ও ক্রতু
গ) বশিষ্ঠ, বিশ্বামিত্র, পুলস্ত্য, পুলহ, অত্রি, অঙ্গিরা ও ক্রতু
ঘ) বশিষ্ঠ, মরীচি, পুলস্ত্য, পুলহ, অত্রি, অঙ্গিরা ও জমদগ্নি
উত্তর - ক) বশিষ্ঠ, মরীচি, পুলস্ত্য, পুলহ, অত্রি, অঙ্গিরা ও ক্রতু
১৩। ‘স্নিগ্ধ’ বর্ণ বিশ্লেষণ করলে পাওয়া যাবে-
ক) স্ + ন্ + ই + গ্ + ধ্ +অ
খ) স্ + ন্ + ঈ + গ্ + ধ
গ) স্ + ন্ + ই + গ্ + দ্ + ধ্ + অ
ঘ) স্ + ন্ + ঈ + গ্ + দ + ধ্ + অ
উত্তর - ক) স্ + ন্ + ই + গ্ + ধ্ +অ
১৪। ‘অজস্র চুলের চুমা’- ‘অজস্র’ শব্দের অর্থ নীচের কোনটি নয়-
ক) অসংখ্য
খ) প্রচুর
গ) দেদার
ঘ) উপরের সবকয়টি
উত্তর- ঘ) উপরের সবকয়টি
১৫। ‘মৃত মনিয়ার মতো’ – ‘মনিয়া’ বলতে কবি বলেছেন-
ক) কোন এক কন্যাকে
খ) রূপবতী সকল নারীকে
গ) সুন্দরী মৃত নারীকে
ঘ) কোনটিই নয়
উত্তর - ক) কোন এক কন্যাকে
Part-B
১৬। বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ ছিল
ক) খোলা ছাদ
খ) খোলা আকাশ
গ) খোলা বারান্দা
ঘ) খোলা মাঠ
উত্তরঃ ক) খোলা ছাদ
১৭। ব্যাকরণ পাঠদানের জন্য সর্বোৎকৃষ্ট পদ্ধতিটি হল
ক) অবরোহী
খ) আরোহী
গ) সূত্র পদ্ধতি
ঘ) বিশ্লেষণ পদ্ধতি
উত্তরঃ খ) আরোহী
১৮। ’একলা’ কবিতাটি শঙ্খ ঘোষের কোন্ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে ?
ক) বাবরের প্রার্থনা
খ) শব্দ নিয়ে খেলা
গ) আমায় তুমি লক্ষ্মী বলো
ঘ) সুপরি বনের সারি
উত্তরঃ ক) বাবরের প্রার্থনা
১৯। রেডিও কোন্ ধরনের উপকরণ ?
ক) দর্শন ভিত্তিক
খ) সক্রিয়তাভিত্তিক
গ) দর্শন শ্রবণ ভিত্তিক
ঘ) শ্রবণ ভিত্তিক
উত্তরঃ ঘ) শ্রবণ ভিত্তিক
২০। নৌকাযাত্রা কবিতার অন্তর্ভুক্ত নৌকার মাঝির নাম ছিল -
ক) শ্যাম
খ) যদু
গ) মধু
ঘ) আশু
উত্তরঃ গ) মধু
২১। যে পাঠে রব বা ধ্বনি উত্থিত হয়না তাকে বলে
ক) স্বাদনা পাঠ
খ) চর্বনা পাঠ
গ) সরব পাঠ
ঘ) নীরব পাঠ
উত্তরঃ ঘ) নীরব পাঠ
২২। ‘চাঁদের পাহাড়’ বইটির রচয়িতা কে ?
ক) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
খ) মানিক বন্দ্যোপাধ্যায়
গ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
ঘ) শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
উত্তরঃ গ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
২৩। ব্যাকরণকে বলা হয়
ক) ভাবের বিজ্ঞান
খ) ভাষার বিজ্ঞান
গ) শব্দের বিজ্ঞান
ঘ) বাক্যের বিজ্ঞান
উত্তরঃ খ) ভাষার বিজ্ঞান
২৪। ‘মেঘের মুলুক’ গদ্যটি কে লিখেছেন?
ক) লীলা মজুমদার
খ) সুকুমার রায়
গ) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
ঘ)সত্যজিৎ রায়
উত্তরঃ গ) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
২৫। নবদ্বীপ শব্দটি কোন্ বাচক বিশেষ্য ?
ক) জাতিবাচক
খ) গুণ বাচক
গ) ব্যক্তি বাচক
ঘ) স্থান বাচক
উত্তরঃ ঘ) স্থান বাচক
২৬। কাশফুল কোন্ কালে ফোটে ?
ক) গ্রীষ্ম কালে
খ) শরৎ কালে
গ) হেমন্ত কালে
ঘ) বর্ষা কালে
উত্তরঃ খ) শরৎ কালে
২৭। শ্রেণিকক্ষ পরিচালনার ক্ষেত্রে কোন্ উপকরণটির গুরুত্ত্ব অপরিসীম ?
ক) ম্যাপ
খ) গ্রামোফোন
গ) রেডিও
ঘ) ব্ল্যাকবোর্ড
উত্তরঃ ঘ) ব্ল্যাকবোর্ড
২৮। হ য ব র ল বইটির স্রষ্টা হলেন
ক)উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
গ) সুকুমার রায়
ঘ) লীলা মজুমদার
উত্তরঃ গ) সুকুমার রায়
২৯। ক্রিয়ার কালকে ভাগ করা হয়
ক) দুভাগে
খ) তিনভাগে
গ) চারভাগে
ঘ) পাঁচ ভাগে
উত্তরঃ খ) তিনভাগে
৩০) সে ভালো ছবি আঁকে—সে কোন পদ ?
ক) বিশেষ্য
খ) সর্বনাম
গ) অব্যয়
ঘ) ক্রিয়া
উত্তরঃ খ) সর্বনাম
Post a Comment